আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে পৌর বাজারে দখলমুক্ত করতে সরকারি জাযগা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযান নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, পৌর সচিব আশরাফুল আলম ভূইয়া ও তাড়াশ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওবায়দুল্লাহ বলেন, উপজেলার দখলমুক্ত করতে এই অভিযান অব্যহত থাকবে। এবং কেউ নতুন করে সরকারি জায়গা দখল করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।