অপরাধ ও দূর্নীতিঅর্থনীতিআইন-আদালতআন্তর্জাতিকইতিহাস-ঐতিহ্যইসলামকবিতাখেলা-ধুলাখোলা কলামজাতীয়তথ্য-প্রযুক্তিনগর-মহানগরবিনোদনরাজনীতিলাইফ-স্টাইলশিক্ষাসম্পাদকীয়সারাদেশস্বাস্থ্য
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেফতার

মাতলুব হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি :
কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশ।
গ্রেফতার জলিল গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকার হাবিবুল্লা গাইনের ছেলে ।
সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল পুলিশ জানায় খুনের পর সে এলাকা থেকে পালিয়ে কালিয়াকৌর উপজেলার রাখাল চালায় আত্মগোপন ছিল বিভিন্ন পত্রিকায় ছবি দেখে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে এবং দ্রুত পুলিশে খবর দেয় পরবর্তীতে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং পরে ফাড়ি পুলিশ উপজেলায় রাখালিয়াচালা এলাকা সরকার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত গত 8 সেপ্টেম্বর রাতে কালীগঞ্জের কৃষ্ণনগর বাজারে মুখোশধারী চেয়ারম্যান মোশারফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এ নিয়ে পরবর্তীতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় তিনি এই মামলার অন্যতম আসামি ।