
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন/২০১৮ উপলক্ষে দেশের আইনশুঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে জনগনের জান-মালের নিরাপত্তার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে চলছে দেশব্যাপী পুলিশি অভিযান। এরই ধারাবাহিকতায় নব-গঠিত গাজীপুর মহানগর পুলিশের পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ট ওসি কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খান সাহেবের নেতৃত্বে কাশেমপুর থানার চৌকস টিম গতকাল ইং-০৫/১২/২০১৮ খ্রীঃ তারিখ রোজ বুধবার রাতে কাশিমপুর থানার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ওয়ারেন্ট ভুক্ত পলাতক ০২ (দুই) আসামী এবং ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তোফাজ্জেল হোসেনকে গ্রেফতার করে।এছাড়া আকবর আলি খান জানান, কাশিমপুর থানাধীন সমস্ত গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড এর সচেতন জনতাকে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ সহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুঁখে দাঁড়ানো এবং নব-গঠিত কাশিমপুর থানা পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।অফিসার ইনচার্জ জানানা,আসামীদের আজ কোর্টে প্রেরন করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ।