জাতীয়
বগুড়ার শেরপুরে কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিং অনুষ্ঠিত

মাহফুজ আহম্মেদ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনা সৃষ্টির লক্ষে কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় শেরপুর থানা চত্ত্বরে এসআই আব্দুল গফুররের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিংয়ে বক্তব্য রাখেন বগুড়া জেলা সিনিয়র এএসপি হেলেনা আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। অনুষ্ঠানে বক্তারা নারীদের সচেতনা বৃদ্ধির ও নারীরা সমাজে নির্যাতনের সিকার হলে করনীয় বিষয় তুলে ধরেন। বাল্য বিবাহ ও নারী ও শিশু নির্যাতন বন্ধে করনীয় বিভিন্ন বিষয় আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা মেম্বার, উপজেলা নারী উন্নয়ন ফোরামসহ কমিউনিটি পুলিশিংয়ের মহিলা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।